নানার বাড়ি যাওয়া হলো না শিশু প্রীতমের

দিরাই প্রতিনিধি


জুন ২৮, ২০২০
১২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
০২:০০ পূর্বাহ্ন



নানার বাড়ি যাওয়া হলো না শিশু প্রীতমের

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকা ডুবে নানা-নাতির সলিল সমাধি হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ধল এলাকায় কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ইঞ্জিন নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর মাটিয়াখাড়া গ্রামের জয়সুন্দর দাস (৫৫) ও তার মেয়ের পুত্র দিরাই উপজেলার জারলিয়া গ্রামের রঞ্জিত দাসের ছেলে প্রীতম দাস (৯) নৌকার ভেতরে আটকা পড়েন। পরে এলাকাবাসী ডুবন্ত নৌকার ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জয়সুন্দর দাস দুইদিন আগে মেয়ের বাড়ি জারলিয়া গ্রামে বেড়াতে আসেন। আজ শনিবার নাতি প্রীতম দাসকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য সকাল ১০টায় দিরাই থেকে তিনি মার্কুলীগামী ট্রলারে ওঠেন। পৌনে ১১টার দিকে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নানা-নাতি দু'জনেরই সলিল সমাধি ঘটে।

দিরাই থানার পুলিশ লাশ উদ্ধারকৃত মরদেহ দু'টি থানায় নিয়ে এলে বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যান।

পৃথমের বাবা রঞ্জিত দাস কান্নাজড়িত কণ্ঠে জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) তার শ্বশুর বেড়াতে আসার পর থেকেই প্রীতম নানার সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার আর নানার বাড়িতে যাওয়া হলো না।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, প্রথমে মৃত দু'জনের পরিচয় জানা যায়নি। ফেসবুকের মাধ্যমে ছবি দেখে তাদের পরিবারের লোকজন থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এএইচ/আরআর-০৭