খেলা ডেস্ক
জুন ২৭, ২০২০
০১:২২ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০১:২২ অপরাহ্ন
আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২১ এর জন্য ফেলো মনোনীত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।এছাড়াও করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে আর্তমানতার সেবা করে যাচ্ছেন তিনি। এই জন্য ‘করোনাযোদ্ধা’ হিসেবে জাহিদ আহসান রাসেলকে সম্মানিত করল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন)। ‘করোনাযোদ্ধা’ স্বীকৃতি দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে একটি সনদও দিয়েছে আন্তর্জাতিক এই সংগঠনটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরইমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ক্রীড়াবিদের জন্য ১ কোটি টাকা প্রদান করেছেন জাহিদ আহসান রাসেল। তৃণমূল পর্যায়ের অসহায় ক্রীড়াবিদদের সাহায্যের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আরও ৩ কোটি টাকা বরাদ্দ এনেছেন।
একইসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী, সেলুনের কর্মচারী, ফুটপাতে রাত কাটানো মানুষ, রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশেও রয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েই পাশে আছেন আর্ত মানুষের।
এএন/০৭