জগন্নাথপুর প্রতিনিধি
জুন ২৮, ২০২০
১০:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
১০:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর ফেরি পারাপার আজ রবিবার (২৮ জুন) বেলা ২টা থেকে শুরু হয়েছে।
কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় ফেরির এক প্রান্তে বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আজ রবিবার সকাল থেকে সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর বেলা ২টার পর থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
এদিকে ফেরি পারাপার বন্ধ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন জনসাধারণ।
ফেরি পারাপারের দায়িত্বে থাকা রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় জানান, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি ঘাটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজের জন্য সাময়িক পারাপার ব্যাহত হয়। তবে সংস্কার শেষ হওয়াতে ফেরি পারাপার আবার শুরু হয়েছে।
এএ/আরআর-০১