খেলা ডেস্ক
জুন ২৮, ২০২০
০২:৩০ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০২:৩০ অপরাহ্ন
কোয়ার্টার ফাইনালে নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পরপরই অদিওন ইগহালো এগিয়ে দেন অতিথি রেড ডেভিলদের। পরে স্বাগতিক নরউইচকে সমতা এনে দেন টড ক্যান্টওয়েল।
৮৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি হিসেবে মাঠে নামা টিম ক্লোসা। অদিওন ইগহালোকে পিছন থেকে টেনে ধরায় দর্শক হয়ে যান তিনি। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময় শেষ হওয়ার দুই মিনিট আগেই সফরকারী ম্যানইউ’কে জয়সূচক গোল উপহার দেন হ্যারি ম্যাগুয়ের।
এএন/০৬