তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

খেলা ডেস্ক


জুন ২৮, ২০২০
০৫:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
০৫:২৭ অপরাহ্ন



তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত জামাল-সাবিনা

বাংলাদেশ তৃণমূল ফুটবলের শুভেচ্ছা দূত হলেন জাতীয় পুরুষ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী দলের দলপতি সাবিনা খাতুন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৃণমূল ফুটবলের ম্যানেজার হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ভিডিও বার্তায় জামাল ভুইঁয়া বলেন, আমাকে তৃণমূলে থাকা ফুটবলারদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই।
তারকা এই মিডফিল্ডারর বলেন, আমি সম্মানীতবোধ করছি। ফুটবলারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।
বাংলাদেশ নারী দলের দলনেতা সাবিনা খাতুনও নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। বাফুফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইচ্ছা থাকবে তৃণমূণ ফুটবল যাতে আরও এগিয়ে যায়। ফুটবলকে সমৃদ্ধ করাই মূল লক্ষ্য। তবে, তৃণমূল ফুটবলের শুভেচ্ছা দূত তাদের মনোনীত করলেও তৃণমূল ফুটবল উন্নয়নে তাদের কাজ কি হবে- সে ব্যাপারে কোনো রূপরেখা দেওয়া হয়নি।
এএন/১০