খেলা ডেস্ক
জুন ২৯, ২০২০
০৫:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৯:৩৪ পূর্বাহ্ন
এফএ কাপের সেমিফাইনাল হতে যাচ্ছে আগামী মাসে। শেষ চার নিশ্চিত করেছে টুর্নামেন্টের সফল চারটি দল। ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে। আর্সেনাল খেলবে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে ৩০ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া লিভারপুল নেই শেষ চারে। টুর্নামেন্টের শেষ ষোলতেই চেলসির কাছে হেরে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন লিগ শিরোপাধারীরা।
রবিবার শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে এফএ কাপের রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে ৮বারের শিরোপাজয়ী চেলসি। ৬ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে সেমিতে তুলেছেন কেভিন ডি ব্রইন ও রহীম স্টার্লিং। নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এর আগে নরউইচ সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে পা রাখে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ১২বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
দুই সেমিফাইনালই হবে ওয়েম্বলিতে, ১৮ ও ১৯ জুলাই। ফাইনালও হবে একই ভেন্যুতে, ১ আগস্ট।
এএন/০৪