তাহিরপুর প্রতিনিধি
জুন ২৯, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিজিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও মোটরসাইকেলসহ ১জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি উপজেলার মাছিমপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো. নুরু মিয়া(৫০)।
বিজিবি-২৮ সূত্রে জানা গেছে, মাছিমপুর বিওপির হাবিলদার মো. আব্দুল মালেক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রোববার (২৮ জুন) উপজেলার উত্তর ধনপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস ভারতীয় ইয়াবা, ২.৫ কেজি গাঁজা এবং ১টি প্লাটিনা মোটরসাইকেলসহ তাকে আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ/বিএ-০৯