হবিগঞ্জ প্রতিনিধি
জুন ২৯, ২০২০
০৭:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৮:৫৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে আজ সোমবার (২৯ জুন) ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, 'আজ সোমবার জেলায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।'
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৭ জন, চুনারুঘাট ৯ জন,বাহুবল ৬ জন,মাধবপুর ৬ জন এবং লাখাইয়ে একজন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯৩ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন এবং সুস্থ হয়েছেন ১৯১ জন।
এনএইচ/বিএ-১২