খেলা ডেস্ক
জুন ২৯, ২০২০
০৯:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৯:৫৮ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য লুৎফর রহমান আর নেই। দেশের গর্বিত এই খেলোয়াড় আজ সকাল পৌনে নয়টায় যশোর লোন অফিস পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মরহুমের ছেলে তানভীর রহমান।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরিতে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলে ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর রহমান। তিনি যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে ওয়ারীতে খেলেন। তাঁর একমাত্র ছেলে তানভীর ক্রিকেট খেলেন।
২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেনস্ট্রোক করেন মো. লুৎফর রহমান। এর পর থেকে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন এই কৃতী ফুটবলার। গত জুলাই মাসে প্রধানমন্ত্রী তাঁকে ৩০ লাখ টাকা দিয়ে সহায়তা করেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। শেষ পর্যস্ত আর সুস্থ হতে পারলেন না।
এএন/০৬