সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছেনা

খেলা ডেস্ক


জুন ২৯, ২০২০
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২০
০৭:০৫ অপরাহ্ন



সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছেনা

করোনাভাইরাসের কারণে এবার স্থগিত করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। ফলে চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছেনা। ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই পুরুষ ফুটবল টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) ডিজিটাল প্লাটফর্মে সাফের সাত দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তা হওয়ার কথা ছিল ঢাকাতেই।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এক ভিডিও বার্তায় জানান, ‘সবগুলো দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করেছি। সবারই আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছরের কবে টুর্নামেন্টটা হবে সেটা আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দিবো।

শুধু সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ নয়, এ বছর সাফের তিনটি বয়সভিত্তিক টুর্নামেন্টও হওয়ার কথা। আগস্টে হওয়ার কথা ছেলেদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ, সেপ্টেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ আর অক্টেবরে মেয়েদেরই অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। 

তিনটি টুর্নামেন্টই পেছাচ্ছে। চলতি বছরের শেষ দিকে করোনা পরিস্থিতি বিবেচনায় এনে এক দুটি টুর্নামেন্ট করার আলোচনা চলছে। যা এখনও চূড়ান্ত নয়। এ নিয়ে সেপ্টেম্বরে একটি অনলাইন সভা করা হবে। এ বিষয়ে হেলাল জানান, ‘যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে ডিসেম্বরের দিকে বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপগুলো আয়োজনের চেষ্টা করা হবে।’

এএন/০৭