ইংলিশ ফুটবলের ক্ষতি পুষাতে কর্মী ছাঁটাই

খেলা ডেস্ক


জুন ২৯, ২০২০
০৭:১৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২০
০৭:১৭ অপরাহ্ন



ইংলিশ ফুটবলের ক্ষতি পুষাতে কর্মী ছাঁটাই

করোনাভাইরান মহামারীর কারণে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কর্মী ছাঁটাই করছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার মোট ১২৪টি পদ শূন্য হতে যাচ্ছে। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানায়।
করোনাভাইরাস পরিস্থিতিতে তিন মাসের বেশি সময় ইংল্যান্ডে ফুটবল বন্ধ থাকায় অ্যাসোসিয়েশনের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই সংস্থাটি সম্ভাব্য ৩০ কোটি পাউন্ড ক্ষতি সামলে ওঠার পরিকল্পনা করছে। করোনার প্রভাব শুরু হওয়ার আগেই সংস্থাটির ৪২টি পদ শূন্য ছিল। এখন আরও ৮২ পদ খালি করা হচ্ছে।
এএন/০২