এক বছর পিছাল আফ্রিকা নেশন কাপ

খেলা ডেস্ক


জুলাই ০১, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন



এক বছর পিছাল আফ্রিকা নেশন কাপ

ইউরো, কোপা আমেরিকা ও সাফের পর এবার পিছাল আফ্রিকান ফুটবল চ্যাম্পিয়নশিপও। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেল মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আফ্রিকা কাপ অব নেশন্স। নতুন সূচিতে টুর্নামেন্টটি হবে ২০২২ সালের জানুয়ারিতে।
ভিডিও কনফারেন্সে হওয়া নির্বাহী কমিটির বৈঠক শেষে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় আফ্রিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগের সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল মহাদেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে আফ্রিকান মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপও।
করোনার কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক ফুটবল বন্ধ থাকায় বাছাইপর্বের ম্যাচ খেলার সময় কমে গেছে, যে কারণে পিছিয়ে দেওয়া হলো টুর্নামেন্টের মূল পর্ব। একই কারণে এর আগে এক বছর করে পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো ২০২০ ও এ বছরের কোপা আমেরিকা। পিছিয়ে গেছে দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপও।
এএন/০২