দোয়ারাবাজারে করোনায় প্রথম মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি


জুলাই ০১, ২০২০
০৬:৫০ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০৭:২৬ অপরাহ্ন



দোয়ারাবাজারে করোনায় প্রথম মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আরশ আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট শামসুদ্দিন হাসপাতালে তিনি মারা যান। উপজেলায় তিনিই করোনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি। 

করোনায় মারা যাওয়া আরশ আলী উপজেলার ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যুতে উপজেলার শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। 

এদিকে দোয়ারাবাজার উপজেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯২ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ জন। 

 

এইচএইচ/আরসি-০১