খেলা ডেস্ক
জুলাই ০১, ২০২০
০৮:২৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০৮:২৬ পূর্বাহ্ন
ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালা ও ডগলাস কস্টার গোলে জিতল জুভেন্টাস। ম্যাচে দর্শনীয় দূরপাল্লার শটে একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সঙ্গে প্রতিপক্ষ জোনোয়ার মাঠে ৩-১ গোলের জয় উপহার দিলেন প্রিয় দল জুভেন্টাসকে। দুরন্ত এ জয়ে সেরি এ’র পয়েন্ট তালিকায় চার পয়েন্টের লিড ধরে রাখল ইতালির বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ ছিল গোল শূন্য। ৫০ মিনিটে জুভ শিবিরকে এগিয়ে দেন পাওলো দিবালা। ছয় মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে এটি তার ২৪তম লিগ গোল। ক্লাব ও দেশের হয়ে রোনালদোর গোল এখন ৭২৮। আর লিওনেল মেসি পেয়েছেন ৭০০ গোল। ৭৩ মিনিটে গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান ডগলাস কস্টা। তিন মিনিট পর স্বাগতিক জেনোয়াকে সান্ত্বনার গোল উপহার দেন আন্দ্রেয়া পিনামন্টি।
২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন শীর্ষে। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাৎসিও।
এএন/০৯