ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০১, ২০২০
১০:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
১০:২১ অপরাহ্ন



ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরু রাস্তায় রড়বোঝাই ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয়জন।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুর্শ দোলাপাড়া এলাকায় বুড়িরহাট বাইবাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুর্শ দোলাপাড়া এলাকার অনিল চন্দ্র (৬০), আবুবকর (৫২), খয়রাত মিয়া (৫৫)ও ফরহাত মিয়া (২৮)।

ট্রাকটি ঢাকা থেকে রড নিয়ে তারাগঞ্জ যাচ্ছিল। ট্রাকে ১০ জন শ্রমিক ছিলেন।

ওসি জিন্নাত বলেন, ‘পথে রাস্তা সরু হওয়ায় ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের ১০ শ্রমিক নিচে পড়ে যান। তাদের চারজন চাপা পড়ে ঘটনাস্থালেই নিহত হন।’

আহতদের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে আর একজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে। অন্য চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে জানান ওসি জিন্নাত।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক ও সহাকারীকে ধরতে পারেনি।

বিএ-১২