নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ০১, ২০২০
১১:১২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
১১:১৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হলেন ৭১ জন।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. আব্দুস সামাদ।
নতুন আক্রান্তদের মধ্যে আছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স ও নবীগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ সদস্য। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।
আজ বুধবার সন্ধ্যায় আরেকটি রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডা. আব্দুস সামাদ।
এএম/আরআর-০৩