দোয়ারাবাজারে বন্যায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেনি

দোয়ারাবাজার প্রতিনিধি


জুলাই ০১, ২০২০
১১:৫৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
১১:৫৪ অপরাহ্ন



দোয়ারাবাজারে বন্যায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেনি

নাজির আহমদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন অতিবাহিত হলেও এখনও সন্ধান মিলেনি নাজির আহমদ (৩০) নামের এক যুবকের। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর-গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর পুত্র।

গত সোমবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নববিবাহিত ওই যুবক দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজির আহমদ মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। সোমবার রাতে তিনি একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে তার শ্বশুর রজব আলীর বাড়িতে যাচ্ছিলেন। বন্যায় তলিয়ে যাওয়া দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় বানের পানির স্রোতে পা ফসকে খালের পানিতে ডুবে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। গত তিনদিন ধরে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় বর্তমানে তার পরিবারে শোকের মাতম চলছে।

নিখোঁজ হওয়া যুবকের সন্ধান এখনও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম।

 

এইচএইচ/আরআর-০৫