শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুলাই ০১, ২০২০
০১:৪৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০২:০১ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর বাজারের সকল ফার্মেসি ব্যবসায়ীর স্বার্থে কেমিস্ট এন্ড ড্রাগিস্টের অলিপুর শাখার কমিটি গঠন করা হয়েছে।
এ লক্ষ্যে আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টায় অলিপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টের সভাপতি মো. আব্দুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব পালের পরিচালনায় সীমিত পরিসরে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টের কোষাধক্ষ্য মো. সালেহ আহমেদ ও প্রচার সম্পাদক মো. ইব্রাহিম মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অলিপুর বাজারের সাফী ফার্মেসির মো. সামছুল আলমকে সভাপতি, রাফি ফার্মেসির মো. রাজিউর রহমানকে সহ-সভাপতি, ইব্রাহিম ফার্মেসির মো. আব্দুল গফুরকে সহ-সভাপতি, ছাফুয়ান ফার্মেসির মো. রিজভী আহমেদ রনিকে সাধারণ সম্পাদক, মীম ফার্মেসির মো. লুৎফর রহমান বাবুলকে সাংগঠনিক সম্পাদক, জনপ্রিয় ফার্মেসির সাধন দত্তকে প্রচার সম্পাদক এবং আল মদিনা ফার্মেসির আল আমিনকে অর্থ সম্পাদক ঘোষণা করা হয়।
এসডি/আরআর-১০