সিলেট মিরর ডেস্ক
জুলাই ০২, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন
এবার বাংলাদেশেই করেনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে একটি দেশীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি এরই মধ্যে অগ্রগতিও পাওয়া গেছে। এমন দাবি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক রিসার্চ ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানের। তারা বলছেন, এরই মধ্যে প্রাণীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করে তুলনামূলক সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেছে।
গ্লোব ফার্মাসিউটিক্যালসের স্বত্বাধিকারী মো. হারুন-অর-রশিদ বুধবার (১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর তেজগাঁও এলাকায় নিজস্ব ল্যাবে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় মাঠ পর্যায়ে এই গবেষণা কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই আমাদের গবেষকদল এর ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করে। আমেরিকান বিভিন্ন ল্যাবের মান বজায় রেখেই এই গবেষণা শুরু করা হয়। এখন আমরা এই গবেষণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রটোকল তৈরি করে সরকারের কাছে জমা দেব অনুমোদনের জন্য।
বিএ-১৫