শায়েস্তাগঞ্জে সরকারি সহায়তা বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ০২, ২০২০
১২:০৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০২, ২০২০
১২:০৭ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে সরকারি সহায়তা বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার ৭শ মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির।

শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ১ হাজার ২শ এবং পৌরসভায় বাসিন্দা ৫শ জন অসচ্ছল মানুষ পেয়েছেন ১০ কেজি করে চাল। কিছু এলাকায় দেওয়া হয়েছে সাবান ও মাস্ক।

এ সময় সাংসদ আবু জাহির বলেন, 'সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন করুন। নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন।' জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়া, জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমণের শুরু থেকেই সাংসদ আবু জাহির হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় অসচ্ছলদের মাঝে সরকারি এবং ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন। গাড়ি থেকে মাইকিং, পায়ে হেঁটে সচেতনতামূলক প্রচার, আবার কখনও সরকারি সহায়তা বিতরণের ফাঁকে এলাকাবাসীকে করোনাভাইরাস মোকাবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। শুধু শহরই নয়, নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে প্রতিদিন সকাল-সন্ধ্যা ছুটে চলেছেন নির্বাচিত এই প্রতিনিধি।

বৃহস্পতিবার সহায়তা বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, নারী ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজল উদ্দিন তালুকদারসহ সকল ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসডি/আরআর-০৬