জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০৩, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়।
একই সঙ্গে আক্রান্তদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পাশাপাশি আশপাশের মানুষকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, পৌরশহরের ডাকবাংলো এলাকায় একজন, বাসুদেব বাড়ী এলাকাযর দুইজন এবং বটেরতল এলাকাযর দুইজন। গতকাল বুধবার (১ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, নতুন শনাক্ত ৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি জানান, এই ৫ জনকে নিয়ে জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন।
এএ/আরআর-০৭