খেলা ডেস্ক
জুলাই ০৩, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
০৫:২৪ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে সিটির বিপক্ষে টানা হারের হ্যাটট্রিক করল চ্যাম্পিয়ন লিভারপুল। ১৯৩৭ সালের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে লিভারপুলের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন জয় পায় দলটি। বৃহস্পতিবার রাতে ম্যান সিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুলকে। দীর্ঘ ৩০ বছর পর অলরেডসদের লিগ শিরোপা জয়ের আনন্দে পড়ল যেন বিষাদের ছায়া। শিরোপা জয়ের উৎসব করতে গিয়ে লিভারপুলের প্রস্তুতি না হওয়ায়র প্রভাব ছিল ম্যাচজুড়ে।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পেপ গুয়ার্দিওলার শীর্ষরা। কেভিন ডে-ব্রুইনে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পান ফিল ফোডেন। অন্য গোলটি আত্মঘাতী।
ম্যাচের আগে ইয়ুর্গেন ক্লপের দলকে ‘গার্ড অব অনার’ দেয় গত দুই আসরের চ্যাম্পিয়ন সিটি।
৩২ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটি। ১৯৩৭ সালের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে লিভারপুলের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন জয় পাওয়া দলটি ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।
ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা চলছিল ‘গার্ড অব অনার’ নিয়ে। আগেই শিরোপা নিশ্চিত করে ফেললে বাকি ম্যাচে প্রতিপক্ষ দলগুলো চ্যাম্পিয়ন দলকে ম্যাচ শুরুর আগে অভ্যর্থনা দেয়। সিটিও লিভারপুলকে এমন সম্মান প্রদান করে। সম্মান দিয়ে লিভারপুলকে মাঠে নামিয়ে ৪-০ গোলে ম্যাচ জিতে শিরোপা হারানোর চরম প্রতিশোধ নেয় সিটি।
এএন/০৪