দেশে একদিনে শনাক্ত ৩১১৪, মৃত্যু ৪২

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৩, ২০২০
০৪:৪২ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২০
০৪:৫২ অপরাহ্ন



দেশে একদিনে শনাক্ত ৩১১৪, মৃত্যু ৪২

বাংলাদেশে এক দিনে ৩ হাজার ১১৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। 

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১ হাজার ৯৬৮ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ শুক্রবার (৩ জুন) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। 

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত সারাদেশে পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি নমুনা। করোনা শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ২১.২৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৯.১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩.৫১ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন। এই সময়ে ১ দশমিক ২৬ শতাংশ রোগী মারা গেছেন বলে অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন নারী।  

এনপি-০৮