আবির হাসান-মানিক, তাহিরপুর
জুলাই ০৩, ২০২০
১০:২১ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
১০:২১ অপরাহ্ন
হাওর পরিবেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুরে গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফাজিলপুর বালি-পাথর মহালের কোটি টাকার বালি ও পাথর ভেসে গেছে।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে রক্তি নদীর তীর ঘেঁষা ফাজিলপুর বালি-পাথর মহালের মসজিদের পাশ দিয়ে যাওয়া প্রায় ১০০ মিটার সড়ক প্রবল স্রোতে ভেঙে পানির নিচে তলিয়ে যায়। সেই সঙ্গে ভেসে যায় মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ ও মেসার্স জমিলা স্টোন ক্রাশারের মজুদ করা প্রায় ৫০ হাজার সেফটি এলসিকৃত ক্রাশার মেশিনে ভাঙা চুনাপাথর ও প্রায় ২০ হাজার সেফটি সিলেট বালি। এর ফলে দুই ব্যবসায়ীর প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
জাহিদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. আবুল কাশেম জানিয়েছেন, গত ৬ মাস আগে ব্যাংক লোন ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে এলসিকৃত চুনাপাথর ও সিলেট বালি কিনে স্টক করেছিলাম। কিন্তু পাহাড়ি ঢলে চোখের সামনে মুহূর্তের মধ্যেই সকল বালি ও পাথর পানির তোড়ে ভেসে চলে গেছে। এমনিতেই করোনা সঙ্কট, তার মধ্যে এখন বানের পানিতে সর্বস্ব হারিয়ে পথে বসেছি। শুধু তাই নয়, এখানে আমাদের যে অফিস ঘর দু'টি ছিল, তাও বানের পানি ও ঝড় উড়িয়ে নিয়ে গেছে।
জমিলা স্টোন ক্রাশারের সত্ত্বাধিকারী মিজানুর রহমান বলেন, ২টি স্টিল বডির বাল্কহেড নৌকা লোড করার কথা ছিল। বানের পানি আমাদের সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। এখন কিভাবে ব্যাংক লোন পরিশোধ করব, কিভাবে আবার ব্যবসা শুরু করব কিছুই বুঝতে পারছি না। গত ২ দিন ধরে ২০/৩০ জন শ্রমিক দিয়ে কিছু মাল উঠানোর জন্য চেষ্টা করছি, যাতে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যায়।
এএইচ/আরআর-০২