সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৪, ২০২০
০৯:৫২ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২০
০৯:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক এবং সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী লুৎফর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শনিবার (০৪ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খান মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বড় মগবাজার এলাকার বাসায় একা বসবাস করতেন লুৎফর রহমান চৌধুরী। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
শাহবাগ আজিজ সুপার মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কয়জন প্রকাশক অবদান রেখেছেন, লুৎফর রহমান চৌধুরী তাদের একজন। তার মালিকানাধীন সন্দেশ প্রকাশনী থেকে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। ‘সন্দেশ’ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি।
আরসি-০৩