জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০৪, ২০২০
১০:২৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২০
১০:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাকবলিত এলাকায় গত বৃহস্পতিবার থেকে পানি কমতে শুরু করেছে। গতকাল শুক্রবারও পানি কমেছে অনেকখানি।
গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও, পাড়ারগাঁও, হিজলা ও নাদামপুর গ্রামসহ বেশ কয়েকটি নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। বন্যার পানিতে তলিয়ে যায় গ্রামীণ রাস্তাঘাট। এছাড়াও বন্যায় প্লাবিত হয় উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি, দাসনাগাঁও, হরিণাকান্দি এবং পৌর এলাকার যাত্রাপাশা ও শেরপুরের একাংশ।
তবে বৃহস্পতিবার থেকে এসব এলাকায় পানি কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দাসনাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু বলেন, 'গত দুইদিন ধরে টানা ভারী বর্ষণ না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগে পড়েছেন বন্যায় গৃহহীন হয়ে পড়া প্রায় ৫০টি পরিবারের লোকজন। তাদের বসতভিটায় পানি উঠে যাওয়ায় আমরা এসব পরিবারের লোকজনকে উঁচু এলাকায় তাদের আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি।'
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, 'আমাদের ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। তবে পানি ধীরে ধীরে কমছে।'
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, 'দুর্গত এলাকার খোঁজ-খবর নিচ্ছি আমরা।'
এএ/আরআর-০২