জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০৪, ২০২০
১১:১৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২০
১১:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে গাঁজাসহ দেলোয়ার হোসেন দিলু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। আটককৃত ব্যক্তি ওই ইউনিয়নের ঐয়ারকোণাদাস গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।
আজ শনিবার (৪ জুলাই) পুলিশ তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার স্বাধীন বাজারে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হেসেন দিলুকে আটক করেন স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা মাদক ব্যবসায়ী শানু মিয়া কৌশলে পালিয়ে যান। পরে গাঁজাসহ আটককৃতকে জগন্নাথপুর থানার পুলিশের নিকট হস্তান্তর করেন স্থানীয় এলাকাবাসী।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা সাখায়েত হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।
এএ/আরআর-০৪