অবশেষে ভবন পাচ্ছে দরগাপাশা ইউপি, উল্লসিত এলাকাবাসী

সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ


জুলাই ০৪, ২০২০
১১:৫৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২০
১১:৫৬ অপরাহ্ন



অবশেষে ভবন পাচ্ছে দরগাপাশা ইউপি, উল্লসিত এলাকাবাসী

স্বাধীনতার ৪৮ বছর পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় নির্মাণ হচ্ছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এতে আনন্দে উল্লসিত এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) এর মাধ্যমে জিওভি ফান্ডের অর্থায়নে ১ কোটি ৯৩ লাখ ৩৭১.২৬ টাকা ব্যয়ে উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হবে। দরপত্রের মাধ্যমে প্রকল্পটির কাজ পেয়েছে আনোয়ার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ১৮ জুন উপজেলা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। চলতি জুলাই মাস থেকে শুরু করে আগামী ৯ মাসের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী (বর্তমান পরিকল্পনামন্ত্রী) এম এ মান্নান এমপি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি পুরাতন জরাজীর্ণ ছোট ভবনে দরগাপাশা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। ইউনিয়ন পরিষদের মূল ভবনে জায়গা না থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার অন্য জায়গায় পরিচালিত হচ্ছে। এলকার জনসাধারণকে সেবা দিতে অনেক কষ্ট হচ্ছে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের। 

জানা যায়, স্বাধীনতা পরবর্তীতে এই ইউনিয়ন পরিষদে অনেকেই চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দায়িত্বপালন করেছেন। কিন্তু কেউই পরিষদের জন্য তেমন কোনো কাজ করে যেতে পারেননি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে দায়িত্বগ্রহণের পর থেকে বর্তমান চেয়ারম্যান মো. মনির উদ্দিন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। তিনি সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে বার বার দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছিলেন যেন দ্রুত সময়ে দরগাপাশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদের জায়গা পরিদর্শন করে ভবনের সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প তৈরি করেন।

দরগাপাশা ইউনিয়নের বাসিন্দা আবু খালেদ চৌধুরী রুবেল ও সাজিদ চৌধুরী ইয়াওর মিয়া বলেন, আমরা ইউনিয়নবাসী আজ অনেক আনন্দিত মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আমাদের ইউনিয়ন পরিষদ ভবন দিয়েছেন। আমাদের ইউনিয়ন পরিষদটি অনেকটা পিছিয়ে ছিল। ভবনটি নির্মাণ হলে আমাদের এলাকার জনসাধারণ ভালোভাবে ইউনয়িন পরিষদের সেবা নিতে পারবেন। ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও আমাদের ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মনির উদ্দিন ভাইকে। পরিষদের চেয়ারম্যান সাহেব নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদের ভবন নির্মাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন। তাই আমরা ইউনিয়নবাসী বর্তমান চেয়ারম্যান সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন বলেন, আমার আগে অনেকেই চেয়ারম্যান হয়েছেন। তারাও চেষ্টা করেছেন ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করার জন্য, কিন্তু পারেননি। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদের ভবন নির্মাণ করার জন্য বার বার মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি মহোদয়ের কাছে দাবি জানিয়েছে। তিনি আমাকে অনেক ভালোবাসেন। তেমনি আমার ইউনিয়নের জনগণকেও ভালোবাসেন। মন্ত্রী স্যারের প্রচেষ্টায় আমার ইউনিয়ন পরিষদ ভবন আজ নির্মাণ হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের হাওর রত্ন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি স্যারকে এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উপজেলা প্রকৌশলী শামীম হাসান এ প্রতিবেদককে জানান, প্রকল্পটি যাতে দ্রুত সময়ে ও সঠিক নিয়মে বাস্তবায়িত হয় সেদিকে আমরা খেয়াল রাখব। আশা করি সময়মতো এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষর হয়েছে। এ মাসেই ঠিকাদার কাজে যোগদান করার কথা। ৪-৫ দিনের মধ্যেই হয়তো কাজ শুরু করবেন তারা। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সিলেট মিররকে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় সরকারকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদকে শক্তভাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি, যেখান থেকে দেশের সাধারণ নাগরিক অতি সহজে সরকারের সেবা নিশ্চিত করতে পারে। দেশের সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন পর্যায়ক্রমে নিমার্ণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, শুধু ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নয়, দেশে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও স্থাপন হচ্ছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকার দেশের বন্ধু। এই সরকার যতবার ক্ষমতায় এসেছে, দেশের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করেছে। করোনা, বন্যা ও অনেক প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের উন্নয়ন কাজ চলমান রয়েছে।

 

এসটি/আরআর-০৫