সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৫, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন
করোনাকালে যারা সম্মুখভাগে থেকে মানুষকে সেবা দিচ্ছেন, তাদের প্রতি সংহতি জানিয়েছে ‘আমরা সুনামগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। তাছাড়া করোনাকালে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জড়ো হয়ে সংগঠনের সংশ্লিষ্টরা করোনাযোদ্ধাদের প্রতি এ সংহতি জানান।
সুনামগঞ্জের করোনাযোদ্ধা চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ব্যাংকার, সাংবাদিকসহ যারা নানাভাবে জনগণকে করোনাকালে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা ও হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। এছাড়া করোনাকালে যারা অসচেতনভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছেন তাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান সংগঠনের সংশ্লিষ্টরা।
আমরা সুনামগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই সংহতি অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর মেয়র নাদের বখত, সংগঠনের উদ্যোক্তা লেখক ও সংস্কৃতিকর্মী সুখেন্দু সেন, প্রাক্তন কাউন্সিলর আরতি তালুকদার কলি, ব্যাংকার সুজাদুল হক প্রমুখ।
এসএস/আরআর-০৬