গোপেন্দ্র তালুকদারের মৃত্যুতে দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের শোক

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৫, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
০২:৩৫ পূর্বাহ্ন



গোপেন্দ্র তালুকদারের মৃত্যুতে দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের শোক

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের ভূমিদাতা সমাজসেবক গোপেন্দ্র কুমার তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে দেওয়া এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ গোপেন্দ্র কুমার তালুকদারের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক প্রকাশকারীরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মো. ফয়েজুল ইসলাম সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, কার্যকরী সদস্য আলাল হোসেন, সামিউল কবির, তোরান উদ্দিন ও সায়াদ হোসেন সবুজ।

উল্লেখ্য, আজ শনিবার (৪ জুলাই) বেলা পৌনে ৩টায় গোপেন্দ্র কুমার তালুকদার চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরের রাগীব রাবেয়া হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

এসটি/আরআর-১০