নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৪, ২০২০
০৩:২৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২০
০৩:২৩ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে করোনার প্রকোপ। তবু থেমে নেই মানুষের অবাধ চলাফেরা। এভাবে চলতে থাকলে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। প্রায় প্রতিদিনই নবীগঞ্জে করোনা পজিটিভ রিপোর্ট আসছে। এতে করে আতঙ্ক দেখা দিয়েছে উপজেলাবাসীর মাঝে।
আজ শনিবার (৪ জুলাই) নবীগঞ্জের ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।
নবীগঞ্জ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৮৮৬ জনের। আক্রান্ত ৭৬ জনের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
এএম/আরআর-১৫