খেলা ডেস্ক
জুলাই ০৫, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
০৮:৩৮ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাসন গ্রিনউডের জোড়া গোলে ৫-২ ব্যবধানে জয় পেয়েছে ইউনাইটেড। অপর গোল তিনটি করেন মার্কাস র্যাশফোর্ড, অঁতনি মার্সিয়াল ও ব্রুনো ফের্নান্দেস। দুর্দান্ত এই জয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠেছে গেছে ম্যানচেস্টার।
ইউনাইটেডের এটি টানা তৃতীয় জয়। নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-১ ড্র করেছিল তারা। এরপর জিতেই চলেছে দলটি। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইলো রেকর্ড ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা।
এএন/০২