জার্মান কাপেও চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

খেলা ডেস্ক


জুলাই ০৫, ২০২০
০৫:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
০৫:৫৭ পূর্বাহ্ন



জার্মান কাপেও চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগার টানা অষ্টম শিরোপা জয়ের পর এবার জার্মান কাপেও চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে বার্লিনে শিরোপা লড়াইয়ে তারা ৪-২ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেনকে। এটি তাদের জার্মান কাপের বিশতম শিরোপা জয়। ট্রেবল জয়ের মিশনে বায়ার্নের সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ।
ম্যাচের মাত্র ১৬ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডি-বক্সের ঠিক বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার আলাবা। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। লেভানডোভস্কি তার রেকর্ড গড়া গোলটি করেন ৫৯ মিনিটে। এই গোল করেই প্রথম খেলোয়াড় হিসেবে চারটি জার্মান কাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দারুণ হেডে ব্যবধান কমান জার্মান ডিফেন্ডার বেনডার। ৮৯ মিনিটে ইভান পেরিসিচের পাস পেয়ে দারুণ টোকায় গোলরক্ষকের ওপর দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে স্পট কিকে ব্যবধান কমিয়ে স্কোরলাইন ৪-২ করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টস।
এএন/০৫