নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৫, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন
নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের সাইফুর রহমানের স্ত্রী সালমা বেগম শনিবার দুপুরে পুকুরে গোসল করতে গেলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাজিম উল্লাহর নির্দেশে রাজু, এনাম, বাবুল, লালমতি গংরা জোরপূর্বক সালমাকে ধরে এনে মাঠিতে ফেলে বেধরক মারপিট করে। তাকে বাচাঁতে খালেদা বেগম নামে তার এক আত্মীয় এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুইজন কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সালমা বেগমকে ভর্তি ও খালেদা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।
এএইচএম /আরসি-০৩