মাধবপুর প্রতিনিধি
জুলাই ০৫, ২০২০
১০:৪০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
১০:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীসহ গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মাধবপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন আর মৃত্যু হয়েছে ১ জনের।
সূত্র জানায়, নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন স্বাস্থ্যকর্মী, ধর্মঘরের ১ জন, চৌমুহনীর ১ জন, জগদীশপুরের ১ জন,
নোয়াপাড়ার ১ জন, শাহজাহানপুরের ১ জন ও সাতবর্গের ১ জন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন বলেন, আজ রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। উপজেলায় এ পর্যন্ত ৬৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১২২ জনের করোনা পজিটিভ এসেছে।
এসএম/আরআর-০২