জগন্নাথপুরে সেবা দিতে গিয়ে আক্রান্ত ১১, সুস্থ ৪

জগন্নাথপুর প্রতিনিধি


জুলাই ০৬, ২০২০
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
১২:০২ পূর্বাহ্ন



জগন্নাথপুরে সেবা দিতে গিয়ে আক্রান্ত ১১, সুস্থ ৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সম্প্রতি জগন্নাথপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, অফিস স্টাফসহ মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে ১ জন নারী চিকিৎসকসহ ৪ জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। অপর আক্রান্তরা আইসোলেশনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ মার্চ এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক, একজন সিনিয়র স্টাফ নার্স, একজন অফিস স্টাফ ও নমুনা সংগ্রহকারীসহ ১১ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, করোনার ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করতে গিয়ে আমাদের একজন নারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনাযোদ্ধা আক্রান্ত হন। এর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন।

তিনি জানান, জগন্নাথপুরে করোনায় আক্রান্ত মোট ৯৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন।

 

এএ/আরআর-০৬