রাতে ভিয়ারিয়াল পরীক্ষার সামনে বার্সেলোনা

খেলা ডেস্ক


জুলাই ০৫, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন



রাতে ভিয়ারিয়াল পরীক্ষার সামনে বার্সেলোনা

টানা দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সামরে লিগ শিরোপা হারানোর শঙ্কা। তাদের পিছনে ফেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে ৪ পয়েন্টে। বার্সার প্রাণভোমরা মেসির দুর্দান্ত ফর্মও যেন মিলিয়ে গেছে। সর্বশেষ তিন ম্যাচের মধ্যে শুধু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পেরেছেন। দলের এমন পরিস্থিতিতে দুর্দান্ত ফর্মে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে নামছে বার্সেলোনা।

করোনা পরবর্তী ফুটবলে শুরুটা দুর্দান্ত শুরু করলেও শেষ চার ম্যাচে ৬ পয়েন্ট হারায় বার্সেলোনা। অন্যদিকে সবগুলো ম্যাচ জিতে লিগের শীর্ষে উঠে যায় রিয়াল। দুই পয়েন্ট করোনা পরবর্তী লিগ শুরু করা রিয়াল এখন ৪ পয়েন্ট এগিয়ে। এমন অবস্থায় দুর্দান্ত ফর্মে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এটিই হয়ত লিগ বাঁচানোর শেষ সুযোগ মেসিদের। এই ম্যাচে পয়েন্ট হারালে আর রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জিতলে পয়েন্ট ব্যবধান আরও বাড়বে।

বার্সেলোনা নিজেদের শেষ ছয় ম্যচের তিনটিতে ড্র করে জিতেছে বাকি তিনটিতে। অন্যদিকে নিজেদের শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় এবং মাত্র এক ম্যাচে ড্র ভিয়ারিয়ালের। অর্থাৎ বার্সাকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে ভিয়ারিয়াল। ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াই অপেক্ষা করছে দুই দলের জন্যই। যদিও পরিসংখ্যান কথা বলছে বার্সার পক্ষেই। দুই দলের শেষ ১৯ দেখায় একটি ম্যাচেও জিততে পারেনি ভিয়ারিয়াল, অন্যদিকে বার্সেলোনা জিতেছে ১৫ ম্যাচে বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে। ভিয়ারিয়াল ম্যাচকে সামনে রেখে বার্সেলোনা নিজেদের ২৪ সদস্যের দল ঘোষণা করেছে।

এএন/০৮