তাহিরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি


জুলাই ০৬, ২০২০
০৩:০৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৩:৫২ পূর্বাহ্ন



তাহিরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে ডুবে মুক্তাদির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মুক্তাদির ওই গ্রামের মকবুল মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রবিবার সকালে মুক্তাদির খেলার জন্য ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের বৌলাই নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে স্বজনরা নদী থেকে লাশ উদ্ধার করেন।

বেলা ৩টায় পারিবারিক কবরস্থানে মুক্তাদিরের লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএস/আরআর-০৯