সিলেট ও সুনামগঞ্জের সঙ্গে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে জগন্নাথপুরের মানুষ

আলী আহমদ, জগন্নাথপুর


জুলাই ০৬, ২০২০
০৪:৪৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৬:৩৯ অপরাহ্ন



সিলেট ও সুনামগঞ্জের সঙ্গে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে জগন্নাথপুরের মানুষ

সিলেট জেলা শহর ও সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগের প্রধান দুই সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাবাসী দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, জগন্নাথপুরের চার লাখ মানুষের যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে জগন্নাথপুর-সিলেট (জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর) সড়কটি। এই সড়ক দিয়ে  সিলেট বিভাগীয় শহর ও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে আসছেন উপজেলাবাসী। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকার পর সম্প্রতি সংস্কারের জন্য কাজ শুরু হয়। এই সড়কের জগন্নাথপুরের মিরপুর আটঘর এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ গত ৩০ জুন ভেঙে পড়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল রবিবার পর্যন্ত ওই সড়কে সিলেটের সঙ্গে সরাসরি যান চলাচল করেনি। তবে ভেঙে যাওয়া স্থানে মেরামতের কাজ চলছে। 

অপরদিকে গত এক সপ্তাহ ধরে জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিনিবাস চলাচল। জেলার সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের কলকলিয়া, দাড়াখাই, বমবমি এলাকায় কয়েকটি বিকল্প সংযোগ সরক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গত এক সপ্তাহ আগে যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। জগন্নাথপুরবাসীর প্রধান দুই সড়কে সরাসরি মিনিবাস চলাচল বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।

জগন্নাথপুর উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা মুজিবুর রহমান বলেন, 'জগন্নাথপুরের দুই সড়ক জগন্নাথপুর-সিলেট সড়ক এবং জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী। এর মধ্যে বিকল্প যান হিসেবে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে অতিরিক্ত ভাড়া দিয়ে। এই দুর্ভোগ কবে শেষ হবে জানা নেই আমাদের।'

জগন্নাথপুরের পরিবহন নেতা নিজামুল করিম বলেন, 'বন্যার কারণে গত এক সপ্তাহ ধরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বন্যার পানি কমে যাওয়ায় আগামীকাল (আজ সোমবার) থেকে বাস চলাচল করতে পারে। অপরদিকে জগন্নাথপুর-সিলেট সড়কের একটি বিকল্প সংযোগ সড়ক ভেঙে যাওয়াতে গত ৬ দিন ধরে সরাসরি মিনিবাস চলাচল বন্ধ। ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজ শেষ হলে আবার বাস চালু হবে।'

জগন্নাথপুরের এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, 'ধসে যাওয়া সংযোগ সড়কে কাজ চলমান। আশা করছি দুই-একদিনের মধ্যে শেষ হবে কাজ। 

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন। এ জন্য এ বিষয়ে কিছু বলতে পারছি না।'

সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, 'সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের বিকল্প কয়েকটি সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বন্যার পানি কমে যাওয়ায় এখন বাস চলাচল করতে পারবে।'

আারসি-০১