শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
জুলাই ০৬, ২০২০
০৮:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২০
০৮:৫০ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর স্কয়ার ডেনিমস লিমিটেড এর সংলগ্ন সিটিসেল টাওয়ারে কাজ করতে গিয়ে নিচে পড়ে রাজ্জাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, রবিবার (৫ জুলাই ) দুপুরে রাজ্জাক সিটিসেল কোম্পানির টাওয়ারে কাজ করতে উপরে উঠেন। কাজ করার এক পর্যায়ে টাওয়ার থেকে নিচে পড়ে যান। এতে রাজ্জাক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্তায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।
নিহত রাজ্জাক মাদারীপুর জেলার রহিমপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন।
বিএ-১৭