ক্রীড়া প্রতিবেদক
জুলাই ০৬, ২০২০
০৯:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২০
০৯:১৭ পূর্বাহ্ন
আজ ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে এভারটন। স্পেনিশ লা লিগার দু'টি ম্যাচে লেভান্তে খেলবে রিয়াল সোসিদাদের বিপক্ষে। আরেক ম্যাচে সেভিয়ার মোকাবেলা করবে এইবার। দেখুন টেলিভিশনের পর্দায় ও ফেইসবুকে।
ইংলিশ প্রিমিয়ার লিগ : স্টার স্পোর্টস সিলেক্ট ১
উইকেন্ড রিভিউ, বিকাল ৫.৩০ মি.
টটেনহ্যাম-এভারটন, রাত ১টা
লা লিগা : ফেসবুক লাইভ
লেভোন্তে–রিয়াল সোসিয়েদাদ, রাত ১১.৩০ মি.
সেভিয়া–এইবার, রাত ২টা
বুন্দেসলিগা প্লে অফ : স্টার স্পোর্টস সিলেক্ট ২
হেইডেনহেইম-ব্রেমেন, রাত ১২.৩০ মি.
এএন/০৫