জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ০৬, ২০২০
১০:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২০
১০:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত দুইজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তরা হলেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন স্বাস্থ্যকর্মী। তিনি কমপ্লেক্স এলাকার বাসিন্দা। অপরজন হবিবপুরের আশিঘর এলাকার বাসিন্দা।
আজ সোমবার (৬ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয় এবং তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিন মানার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গতকাল রবিবার (৫ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এর মধ্যে নতুন তিনজনসহ মোট সুস্থ হয়েছেন ৬৮ জন।
এএ/আরআর-০৫