ধলই চা-বাগানে শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপককে বদলি

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৭, ২০২০
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন



ধলই চা-বাগানে শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপককে বদলি

গাছ কাটার অভিযোগে গত ২৩ জুন মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে ধলাই চা-বাগানের শ্রমিক সন্তান হীরা ভরকে (২২) ব্যবস্থাপক আমিনুল ইসলামসহ কয়েকজন পাহারাদার মিলে বেধড়কভাবে পিটিয়েছিলেন। ঘটনার দিন বিকেলে ব্যবস্থাপক নির্যাতিত হীরা ভরের বাবা চা শ্রমিক রাধে শ্যামের কাছ থেকে মুচলেকা নিয়েছিলেন ২৯ জুনের মধ্যে নির্যাতিত যুবক সপরিবারে চা-বাগান ত্যাগ করতে হবে লিখে। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। ওইদিন চা শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করলে অভিযুক্ত ব্যবস্থাপক নিরাপত্তাহীনতায় বাগান ত্যাগ করেছিলেন। 

ওই ঘটনার প্রেক্ষিতে গতকাল রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় চা-বাগান ব্যবস্থাপনা, পঞ্চায়েত কমিটি, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মাধবপুর ইউনিয়ন পরিষদে এক সমাঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চা শ্রমিকদের প্রতিবাদের মুখে অবশেষে অভিযুক্ত ব্যবস্থাপক আমিনুল ইসলামকে আপাতত ধলই চা-বাগান কোম্পানির প্রধান কার্যালয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চা-বাগানে স্বাভাবিক কাজকর্ম পরিচালনার জন্য সহকারী ব্যবস্থাপক জাকারিয়া হাবিবকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু ধলাই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইকা বলেন, 'চা-বাগান চালু রাখার স্বার্থে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, বাগান পঞ্চায়েত কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান ও চা-বাগানের ব্যবস্থাপককে নিয়ে বৈঠক করা হয়েছিল। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা ৪ ঘন্টা বৈঠকের পরও অভিযুক্ত ব্যবস্থাপক সহযোগিতা না করে পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে তার বাংলোয় ফিরে যান। এতে ধলই চা-বাগানে সাধারণ চা শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অবশেষে এ উত্তেজনার মাঝে গতকাল রবিবার সন্ধ্যার পর ব্যবস্থাপক আমিনুল ইসলাম ধলই চা-বাগান ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

চা শ্রমিক ইউনিয়ন নেতা নির্মল দাশ পাইনকা আরও বলেন, রবিবার ধলই চা-বাগান কোম্পানির ডিজিএম খালেদ খান, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ধলাই চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধলই চা-বাগান কোম্পানির ডিজিএম খালেদ খান বলেন, প্রধান কার্যালয়ের মতামত ছাড়া তিনি আপাতত কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। তাই সাময়িকভাবে ব্যবস্থাপক আমিনুল ইসলামকে প্রধান কার্যালয়ে কাজ করতে হবে। আর চা-বাগানের স্বাভাবিক কাজকর্মের জন্য সহকারী ব্যবস্থাপক জাকারিযা হাবিবকে ধলই চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হবে।

ধলই চা-বাগানের সহকারী ব্যবস্থাপক জাকারিয়া হাবিব জানান, মূলত ডিজিএম রাউন্ডে থাকবেন। আর তিনি (জাকারিয়া হাবিব) ধলই চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ধলই চা-বাগান কোম্পানির ডিজিএম খালেদ খান জানান, প্রধান কার্যালযের উর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের জন্য কয়েকদিন সময় নেওয়া হয়েছে। এ সময়টুকুতে ব্যবস্থাপক আমিনুল ইসলাম প্রধান কার্যালয়ে থাকবেন। তিনি (ডিজিএম) নিজে রাউন্ডে থেকে বাগান তদারকি করবেন। আর সহকারী ব্যবস্থাপক ধলই চা-বাগানের সাময়িক ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে থাকবেন।  

 

এসডি/আরআর-১১