দিরাই প্রতিনিধি
জুলাই ০৭, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে হাওররক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার বরাম হাওরের উপ-প্রকল্প-১৩ এর সভাপতি রনভূমি গ্রামের আব্দুস সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গ্রাম্য বিরোধের জের ধরে কয়েকদিন আগে গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র শফিক মিয়া তার লোকজন নিয়ে বাঁধটি কেটে দিয়েছেন। বাঁধ কাটার কারণে তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষকে সড়ক যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা রিপন আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ/আরআর-১৩