ছাতক প্রতিনিধি
জুলাই ০৭, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে করোনার দুর্যোগে মানুষকে সহায়তার নামে রেডক্রিসেন্ট সোসাইটির নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেছে এক সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রতারকরা অভিনব কৌশলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
জানা যায়, নাজমুল ইসলাম নামের এক প্রতারক ০১৭১৫৪১৮৩০৯ নম্বর থেকে ফোন করে ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে জানায় তাদের রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপজেলায় হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এজন্য প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ১০ জন করে হতদরিদ্রের নাম দেওয়ার জন্য বলা হয়। উপজেলা চেয়ারম্যান নাম সংগ্রহ করে তাদের দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের জানান।
পরবর্তীতে আরেকটি ফোন নম্বর (০১৭৬৪৬৬৫০৫৯) থেকে কল দিয়ে কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জানানো হয় আরও কিছু সুযোগ আছে- প্রতি ইউনিয়ন থেকে ৪০ জনকে ত্রাণ দেওয়া যাবে যদি ফরমের জন্য জনপ্রতি ৭০০ টাকা ফি দেওয়া হয়। এজন্য তাদের একটি বিকাশ একাউন্ট নম্বরও দেয় প্রতারক চক্র।
এ সময় তাদের কথাবার্তা অসঙ্গতিপূর্ণ মনে হলে কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে তিনি সবাইকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করলে প্রতারকরা মোবাইল ফোন বন্ধ করে দেয়।
এ ব্যাপারে মন্তব্য জানতে উল্লেখিত নম্বর দু'টিতে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেওয়া হয়।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসব প্রতারকচক্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এমএ/আরআর-১৪