নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৬, ২০২০
০৬:১৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০৬:১৩ অপরাহ্ন
সিলেটের হবিগঞ্জ জেলায় আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) ঢাকার ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে তাদের পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন , 'আজ রাতে (সোমবার) জেলায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।'
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ২১ জন, চুনারুঘাট উপজেলার ৬ জন, বাহুবলের ২ জন এবং বানিয়াচং উপজেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩৪ জনে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন এবং সুস্থ হয়েছেন ৩১৭ জন।
এনএইচ-০১/এএফ-০১