আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার লাভ

খেলা ডেস্ক


জুলাই ০৭, ২০২০
০৫:২৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০৫:৩২ পূর্বাহ্ন



আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পুরস্কার লাভ
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের অভিনন্দন

বাংলাদেশ প্রথম বারের মতো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬টি পুরস্কারের মধ্যে দুটি পুরস্কার অর্জন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহদে পলক প্রতিযোগিতায় পুরস্কার অর্জনকারী দল দুটিকে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য অভিনন্দন জানিয়েছেন।
রবিবার জুম অনলাইনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (আইবিসিওএল) ২০২০ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা আইবিসিওএল ২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারী হিসেবে বাংলাদেশের ডিইউ নিমবাস দলের নাম ঘোষণা করেন। আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল অর্জনকারি হিসেবে ডিজিটাল ইনোভেশন দলের নাম ঘোষণা করেন সিটি ইউনিভার্সিটি, হংকং এর অধ্যাপক ইসাবেল ইয়ান।
সিটি ইউনিভার্সিটি, হংকং ও হংকং ব্লকচেইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ১২টি দল।
সোমবার (৬ জুন) ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহদে পলক বলেন, বাংলাদেশের দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যাঞ্জক একটি খবর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ, বিসিওএলবিডি’র সমন্বয়ক ও টেকনোহ্যাভেন কোম্পানী লি. এর সিইও হাবিবুল্লাহ এন করিম, অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবাল, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ।
এএন/০২