এএফসি কাপের আয়োজক হচ্ছেনা বসুন্ধরা

খেলা ডেস্ক


জুলাই ০৭, ২০২০
০৬:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
০৬:২১ অপরাহ্ন



এএফসি কাপের আয়োজক হচ্ছেনা বসুন্ধরা

বাড়তি ঝামেলা এড়াতে এএফসি কাপের আয়োজক হতে চায় না বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা দলের অনুশীলনে মনোসংযোগ দিতে চায়। স্থগিত থাকা এএফসি কাপের খেলার নতুন সিডিউল ঘোষণা করেছে এএফসি। ‘ই’ গ্রুপের বাকি ১০ ম্যাচ হবে ২৩, ২৬ , ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ। ‘ই’ গ্রুপে আছে তিন দেশের ৪ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। সব ম্যাচই হবে সেন্ট্রাল ভেন্যুতে এ সিদ্ধান্ত আগেই নিয়েছিল এএফসি।

আয়োজক হওয়ার জন্য ১৭ই জুলাইর মধ্যে এই চার দলকে আবেদন করতে বলেছিল এএফসি। এএফসির চিঠি পাওয়ার পর বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা আবেদন করলেই যে এএফসি অনুমোদন দেবে তাও নয়। কারণ, এখানে অনেক বিষয় আছে। প্রতিদিন দুটি করে ম্যাচ। ঢাকায় আমাদের ভেন্যু একটা। আবার গ্রুপের শেষ ম্যাচ দুটি হতে হবে একই সময়। তখন আমরা কিভাবে করবো? তাছাড়া ওই সময় করোনা ভাইরাসের পরিস্থিতি কেমন থাকে সেটাও বড় একটা বিষয়। দলগুলো তিনদিন আগে আসবে। সবার কোভিড-১৯ পরীক্ষা করা, আইসোলেশনের ব্যবস্থা করা, নিরাপত্তা, চিকিৎসা- অনেক বিষয় জড়িয়ে আছে এখানে। তার চেয়ে ভালো আমরা দলের অনুশীলন নিয়ে মনোযোগী হওয়া। খেলা যেখানেই হোক আমরা খেলব।’ ৩১শে জুলাই এএফসি আয়োজক দেশ নির্ধারণ করবে। আগামী ২৩শে অক্টোবর মাজিয়ার বিরুদ্ধে, ২৬শে অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে, ২৯শে অক্টোবর চেন্নাইন সিটি এফসির বিরুদ্ধে, ১লা নভেম্বর টিসি স্পোর্টসের বিরুদ্ধে এবং ৪ঠা নভেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে খেলবে বসুন্ধরা কিংস। 

এএন/০৬