দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৭, ২০২০
১০:৪৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২০
১০:৪৮ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে উপজেলার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ এবং হাসপাতালসমূহে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামীম হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুক আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা চৌধুরী, উপজেলা মেডিকেল অফিসার আহমেদ ফয়েজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম চন্দ্র তালুকদার, উপজেলা শিশু কর্মকর্তা হাসান কবির, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আলী মর্তুজা, দরগাপাশা ইউনিয়নের সচিব হুসনে আরা, পশ্চিম পাগলা ইউনিয়নের সচিব আলাই হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সচিব মামুন আহমদ প্রমুখ।
এসটি/আরআর-০২