জামালগঞ্জে সড়কের ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক

জামালগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৭, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৭, ২০২০
১১:২৪ অপরাহ্ন



জামালগঞ্জে সড়কের ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক

সুনামগঞ্জের জামালগঞ্জে সড়ক ভাঙনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে প্রথমে তিনি বন্যায় ভেঙে যাওয়া জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর-ইসলামপুরের মাঝামাঝি অংশ পরিদর্শন করেন।

পরে ভীমখালী ইউনিয়নের আটগাঁও-লালবাজারের আশ্রয়ণ প্রকল্প দেখতে যান জেলা প্রশাসক। এছাড়া উপজেলা খাদ্য গুদামও পরিদর্শন করেন তিনি। এর আগে আছির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যায় সড়ক ভেঙে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। যাতায়াতে কেউ যেন ভোগান্তির শিকার না হয়, সেদিকে উপজেলা প্রশাসনসহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। খাদ্য গুদামে কোনো ধরণের অনিয়ম সহ্য করা হবে না। যার বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকরা যাতে নির্বিঘ্নে তাদের উৎপাদিত ফলন গুদামে দিতে পারে, সে ব্যাপারে নজর রাখা জরুরি।

আশ্রয়ণ প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গৃহহীন মানুষকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে ঘর বেঁধে বাড়ি উপহার দিয়ে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। এই আশ্রয়ণ প্রকল্পে যেন প্রকৃত গৃহহীন মানুষেরা আশ্রয় পায় এবং এর কাজ সঠিক সময়ে বাস্তবায়নের পাশাপাশি এর ভিত্তি যেন মজবুত হয় সেই দিকটাও বিবেচনায় রাখতে হবে। আশ্রয়ণ প্রকল্পের সীমানায় যে পুকুরটি রয়েছে সেটিতে মাছের পোনা অবমুক্ত করা প্রয়োজন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বক্কর সিদ্দিক, উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, আছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল খায়ের প্রমুখ।

 

বিআর/আরআর-০৪